বাংলাদেশের অন্যতম বিশিষ্ট উর্দ্ধতন সরকারি কর্মকর্তা মো.জিল্লার রহমান ১৯৬০ সালের ১৬ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত আব্দুল খালেক বিশ্বাস। মেধাবী ছাত্র জিল্লার রহমান কৃতিত্বের সাথে ১৯৭৫ সালে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৭৭ সালে রাজশাহী গভ.ডিগ্রী কলেজ থেকে এইচ.এস.সি, ১৯৮৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি অনার্স (স্বর্ণপদকসহ) এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এল.এল.এম (প্রথম শ্রেণীতে প্রথম) ডিগ্রী অর্জন করেন।
তিনি ১৯৮৪ সালে বি.সি.এস পরীক্ষায় উর্ত্তীন্ন হয়ে ১৯৮৬ সালে সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) হিসেবে সরকারি কর্মজীবন শুরু করেন। ১৯৯৪ সালে সরকারি বৃত্তি পেয়ে স্লোভিনিয়া রাষ্ট্রের লুবিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এম.বি.এ (মার্কেটিং) ডিগ্রী অর্জন করেন। পর্যায়ক্রমে তিনি নরসিংদী জেলা প্রশাসক (২০০৫), ঢাকা জেলা প্রশাসক (২০০৭), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক (২০১২), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (২০১৩), ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রভাবশালী, দক্ষ সচিব হিসেবে জিল্লার রহমানের সুনাম রয়েছে। বর্তমানে তিনি সচিব পদ মর্যাদায় কর্মরত রয়েছেন।
ছেলেবেলা থেকেই তিনি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত রয়েছেন। তিনি শিবগঞ্জ ডায়েবেটিক সমিতি প্রতিষ্ঠা ও পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেন। শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের আজীবন সদস্য হিসেবে বই পড়া ও বই সংগ্রহ কর্মসূচির ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনসহ এ সাংস্কৃতিক প্রতিষ্ঠানটির বিভিন্ন কাজে তিনি পৃষ্ঠপোষকতা করেন। বাল্যজীবন থেকেই টেনিস খেলোয়ার হিসেবে তাঁর সুনাম রয়েছে। তিনি ঢাকা টেনিস ক্লাবের আজীবন সদস্য, ঢাকাস্থ চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির পৃষ্ঠপোষক সদস্য, ঢাকা অফিসার্স ক্লাব, উত্তরা ক্লাব প্রভৃতির আজীবন সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে এক মেয়ের জনক জিল্লার রহমানের স্ত্রী সাবিনা খান বর্তমানে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। {অসমাপ্ত…/বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষপ্তি জীবনী)}
জিল্লার রহমান
