`প্রফেসর আলাউদ্দিন মিয়া’ একজন বিশিষ্ট শিক্ষাবিদ। দিনাজপুর ও যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার ‘প্রফেসর আলাউদ্দিন মিয়া’ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জন্মগ্রহণ করলেও কর্মসূত্রে থাকেন ঢাকায়।
তিনি গুণী পরিবারের সন্তান। তাঁর পিতা বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবী ‘মো.আনিসুর রহমান মিয়া’ মুক্তিযুদ্ধের সংগঠক, শিবগঞ্জ আ.লীগের দুর্দিনের কাণ্ডারী।
‘প্রফেসর আলাউদ্দিন মিয়া’ নোয়াখালী সরকারি কলেজ, রাঙ্গামাটি সরকারি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ রংপুর, কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজসহ দেশের বিভিন্ন সরকারি কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। পীরগঞ্জ সরকারি কলেজ ঠাকুরগাঁও এর অধ্যক্ষ, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ঢাকার ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত রয়েছেন।
গুণী শিক্ষাবিদ হিসেবে এ্যাওয়ার্ড অব এক্সিলেন্স প্রাণ ক্রাউন সিমেন্ট (২০১৬), আঞ্চলিক স্কাউটিং এ অসামান্য অবদানের জন্য বাংলাদেশ স্কাউট প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড (২০১৪)সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননাপ্রাপ্ত হয়েছেন।
বৃহত্তর রাজশাহী জেলা কল্যাণ সমিতি রংপুরের সাধারণ সম্পাদক, কারমাইকেল কলেজ শিক্ষক ক্লাব ও দিনাজপুর সরকারি কলেজ শিক্ষক ক্লাবের সাধারণ সম্পাদক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিসিএস শিক্ষা সমিতির সভাপতি, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আজীবন সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, তুন ধারার গবেষণাধর্মী-সেবামূলক প্রতিষ্ঠান আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের আজীবন সদস্সযহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। { অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ১ম ও ২য় খণ্ড) লেখক- মাহবুবুল ইসলাম ইমন]