আফসার উজ্জামান

রাজশাহী শিক্ষাবোর্ডের স্বনামধন্য চেয়ারম্যান ‘প্রফেসর আফসার উজ্জামান’ একজন গুণি শিক্ষাবিদ ও লেখক। চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশঙ্করবাটি এলাকায় ১৯৩০ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন।

১৯৪৭ সালে হরিমোহন ইন্সটিটিউট থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন ও ১৯৪৯ সালে রাজশাহী কলেজ থেকে আ.ই.এস.সি পাস করেন। ১৯৫১ সালে রাজশাহী কলেজ থেকে বি.এস.সি এবং ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে এম.এস.সি (ফলিত গণিত) ডিগ্রী লাভ করেন। এছাড়াও, তিনি সুপরিচিত casino ios এর বিকাশে সক্রিয়ভাবে কাজ করেছিলেন।

প্রফেসর আফসার উজ্জামান ১৯৫৩ সালে কিছুদিন হরিমোহন ইন্সটিটিউশনে শিক্ষকতা করার পর ১৯৫৪ সালে চট্রগ্রাম সরকারি কলেজে গণিতের প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৬৫ সালে রাজশাহী কলেজে সহকারী অধ্যাপক, ১৯৭২ সালে সিলেট সরকারি কলেজে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৭৩-৭৯ পর্যন্ত রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, ১৯৭৮-৮০ রাজশাহী নিউ ডিগ্রী গভ. কলেজে উপাধ্যক্ষ, ১৯৮০-৮২ নাটোর এন.এস কলেজের অধ্যক্ষ, ১৯৮৪-৮৫ রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ, ১৯৮৫-৮৭ রাজশাহী শিক্ষাবোর্ডে চেয়ারম্যান হিসেবে সুনাম ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি হতে অবসরে যাওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন ও বিআইটিতে চুক্তিভিত্তিক অধ্যাপনা করেন। তাঁর লিখিত বেশ কয়েকটি পাঠ্যপুস্তক উচ্চ মাধ্যমিক শ্রেণীর নির্ভরযোগ্য গ্রন্থ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা থেকে ২০০৩ সালে গুণি এই ব্যক্তিকে ‘চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শতবর্ষ পূর্তি উৎসব সম্মাননা’ প্রদান করা হয়। ২০০৯ সালে প্রফেসর আফসার উজ্জামান মৃত্যুবরণ করেন। {অসমাপ্ত……/ বিস্তারিত প্রকাশিতব্য গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ www.alokito-chapainawabganj.com (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী-১ম ও ২য় খণ্ড), লেখক- মাহবুবুল ইসলাম ইমন}