ইত্যাদি এবং আলোকিত চাঁপাইনবাবগঞ্জ

Share With

২৯ এপ্রিল-২০১৬, শুক্রবার রাত ৮ টার বাংলা সংবাদের পর ‘ইত্যাদি’র এই পর্বটি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে । ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মান করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের আম্রকাননে। আম্রকাননেই বাংলাদেশের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। শুধু তাই নয়-বাংলাদেশের অনেক আন্দোলন, সংগ্রামের সিদ্ধান্তও হয়েছে আমতলাতে। এছাড়া এখন চলছে আমের মৌসুম। আর সেই আমের রাজধানীও হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র অঞ্চল গৌড়ের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শণ ও প্রত্নসম্পদে সমৃদ্ধ একটি জেলা-যা সুলতানী আমলে গৌরবের শিখরে উন্নীত হয়। তাই বাংলা বছরের প্রথম মাসে ‘ইত্যাদি’র ধারণস্থান হিসেবে বেছে নেয়া হয়েছে এই চাঁপাইনবাবগঞ্জকে । #

৪ এপ্রিল (২০১৬) ই-মেইলে প্রেরিত আমাদের আবেদনের প্রেক্ষিতে ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জের’ ওয়েব সাইট (www.alokito-chapainawabganj.com) পরিদর্শন, অভজারভেশন প্রভৃতির মাধ্যমে ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের ২০০ জন গুণি ব্যক্তিদের মধ্য থেকে আধুনিক গম্ভীরার জনক ‘শেখ সফিউর রহমান সুফি মাস্টার’ সম্পর্কিত প্রশ্ন ‘জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে’ (৮ এপ্রিল-২০১৬ চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত) উত্থাপন করায় বাংলাদেশের প্রথিতযশা উপস্থাপক, গুণি নির্মাতা এবং বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব ‘হানিফ সংকেত’ সাহেব, ফাগুন অডিও ভিশনের মোহাম্মদ মামুন ভাইসহ সহ ‘ইত্যাদির’ সকল কলাকুশলীদের জানাই অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ…। ‘জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’সহ আলোকিত চাঁপাইনবাবগঞ্জের সকল শুভাকাঙ্খীদের প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং নিরন্তর শুভ কামনা…।