আব্দুল লতিফ

বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ- মাওলানা আব্দুল লতিফ ১৯০৩ সালে চাঁপাইনবাবগঞ্জের চৌহদ্দীটোলা-দারিয়াপুরের মাটিলাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম খোসাল কবিরাজ। মাওলানা আব্দুল লতিফ চাঁপাইনবাবগঞ্জ নিমগাছী মাইনর স্কুলে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি গোদাগাড়ী-বাসুদেবপুর খারিজি মাদ্রাসা, চাঁপাইনবাবগঞ্জ-সত্রাজিতপুর খারিজি মাদ্রাসায় পড়াশুনা শেষে নবাবগঞ্জ হরিমোহন উচ্চ বিদ্যালয় থেকে দশম শ্রেণী পাশ করেন। এরপরে তিনি ভারতের পাটনা খারিজি মাদ্রাসা, ভারতের দেওবন্দ খারিজি মাদ্রাসা, পাকিস্তানের লাহোরের খারিজি মাদ্রাসায় পড়াশুনা করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় ওয়াজ-মাহফিল করে ইসলাম প্রচারক ও আলেম ব্যক্তি হিসেবে তিনি সেই সময় ব্যাপক সুনাম অর্জন করেন। মাওলানা আব্দুল লতিফ গোদাগাড়ী-কাশেমপুর উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ রাজারামপুর উচ্চ বিদ্যালয় এবং নবাবগঞ্জ হরিমোহন উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। অতি সাধারণ, সৎ জীবনে অভ্যস্ত মাওলানা আব্দুল লতিফ রাণীহাটি ঈদগাহ, দারিয়াপুর ঈদগাহসহ জেলার বিভিন্ন ঈদগাহ ও জুম্মা মসজিদে দীর্ঘদিন ইমামতি করেন ।
সমাজসেবী আব্দুল লতিফ নবাবগঞ্জ আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং সেখানে প্রতিষ্ঠাতা-সুপারিটেন্ডেট এর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকেরও দায়িত্ব পালন করেন। ইসলামী চিন্তাবিদ ও সুলেখক হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। সেই সময় ‘আহ্লে হাদিস পরিচিতি’ নামে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন। বিশিষ্ট আলেম-ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবী মাওলানা আব্দুল লতিফ ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। {অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষপ্তি জীবনী) }