লোগো/মনোগ্রাম

Share With

: আলোকিত চাঁপাইনবাবগঞ্জের লোগো/মনোগ্রাম এর ব্যাখ্যা :
প্রকাশনা প্রকল্পের কর্ম-পরিকল্পনা/কর্মসূচি (তারকা চিহ্ন ৪টি) এর ব্যাখ্যা :
ক.দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী গ্রন্থ প্রকাশ (প্রিন্ট এবং অনলাইন সংস্করণ)।
খ.ভিন্নধরনের অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচন (কৃতী-গুণীজন সমাবেশ ও প্রকাশনা উৎসব)।
গ.কৃতী-গুণীজন সমাবেশ ও প্রকাশনা উৎসব উপলক্ষে ‘ডিরেক্টরি/ স্মরণিকা’ প্রকাশ।
ঘ.আলোকিত বৃহত্তর রাজশাহী গ্রন্থ প্রকাশ

Logo

২.জেলার মানচিত্রের মাঝে একটি বাড়ি সাদৃশ কুঁড়ে ঘর এবং বই সাদৃশ ছাদ/চাল এর ব্যাখ্যা:
আলোকিত বাড়ি তথা চাঁপাইনবাবগঞ্জের স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বহু কৃতী, আলোকিত, গুণিজনসহ বিভিন্ন প্রকার বিশিষ্ট ব্যক্তিরা সমাজকে প্রতিনিয়ত আলোকিত করছে, দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে…। ১৮০০-২০০০ খ্রিস্টাব্দ (দু’শো বছর) পর্যন্ত বিভিন্ন অবদান/অর্জনের প্রেক্ষাপটে স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সরকারি-বেসরকারি পর্যায়ের উল্লেখযোগ্য পদমর্যাদাধারী বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী সংগ্রহ করে গ্রন্থাকারে (প্রিন্ট এবং অনলাইন সংস্করণ) প্রকাশের মাধ্যমে সর্ব-সাধারণের জন্য উন্মুক্ত করার মহৎ উদ্দেশ্য নিয়ে ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ যাত্রা শুরু করে…। পরবর্তীতে যা ‘বাংলাদেশের প্রথম প্রকাশনা প্রকল্প’ হিসেবে রুপান্তরিত হয়।

best trusted fake audemars piguet royal oak with lab bodying replicas on line under 200 dollar diferencias fake vs real rolex diabolo fountain pen dior womans versace replica watches high grade for large mens watch rolex daytona fakes oyster perpetual overstock rolex replica watch deville prestige pink hublot antikythera replica seamaster 600 the best how to find high quality replica watches broad