# কৃতজ্ঞতা প্রকাশ-পর্ব ১ #
নতুন ধারার সৃষ্টিশীল প্রকাশনা ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ এর দীর্ঘ তিন বছর চলার পথে যে সকল সুহৃদ, আন্তরিক ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠান আমাদেরকে বিভিন্নরকম সহযোগিতা, পৃষ্ঠপোষকতা করেছেন তাঁদেরকে জানাই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা…।
কৃতজ্ঞতা জানানোর ধারাবাহিক এই আয়োজনের প্রথম পর্বে ‘চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার’ প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা এবং শুভ কামনা…। যারা আমাদের এই সৃষ্টিশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, সমিতি আয়োজিত ‘চাঁপাই উৎসব-২০১৪ উপলক্ষে প্রকাশিত মূল্যবান ডাইরেক্টরির একটি পৃষ্ঠায় (১০০ নং), সহযোগিতা হিসেবে ‘আমাদের-আলোকিত চাঁপাইনবাবগঞ্জের বিজ্ঞাপন’ প্রকাশ করেছেন সম্পূর্ণ বিনামূল্যে। তথ্য. উপাত্ত, পরামর্শসহ বিভিন্নপ্রকার সহযোগিতা অব্যাহত রেখে, চলতি ২০১৬ সালের ‘৬ষ্ঠ চাঁপাই উৎসব’ উপলক্ষে প্রকাশিত ডাইরেক্টরিতে ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জের’ তথ্যসূত্র (www.alokito-chapainawabganj.com & www.facebook.com/alokito.chapainawabganj) উল্লেখপূর্বক, রেফারেন্স হিসেবে ১২ জন গুণী ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী অন্তর্ভুক্ত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, যথাক্রমে- ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন (দুইবারের সাবেক সফল সভাপতি, চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা), ‘ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম (বর্তমান সভাপতি, চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা), সাংবাদিক আনোয়ার হক (সাবেক সাংগঠনিক সম্পাদক, চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতি ও বার্তা সম্পাদক, আরটিভি, ঢাকা) এবং জহিরুল ইসলাম (সম্পাদক, ডাইরেক্টরি, চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা) কে বিশেষ ধন্যবাদ-কৃতজ্ঞতাসহ উক্ত সমিতির সম্মানিত সকল সদস্যের প্রতি রইল আমাদের ফুলেল শুভেচ্ছা এবং নিরন্তর শুভ কামনা…।
# কৃতজ্ঞতা প্রকাশ- পর্ব ২ #
কৃতজ্ঞতা জানানোর ধারাবাহিক আয়োজনের এই পর্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র `জনাব মাওলানা আব্দুল মতিনের’ প্রতি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
জেলার গুরুত্বপূর্ণ প্রকাশনা-সৃষ্টিশীল উদ্যোগ ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জকে’ সাধুবাদ জানিয়ে গত ২৪ সেপ্টেম্বর ২০১৪ইং প্রকাশনার উন্নতিকল্পে সম্মানিত মেয়র(সাবেক) মাওলানা আব্দুল মতিন `আলোকিত চাঁপাইনবাবগঞ্জের’ উদ্যোক্তা, প্রধান তথ্য সংগ্রহকারী-গবেষক ও লেখক `মাহবুবুল ইসলাম ইমনকে’ উপহার হিসেবে একটি ল্যাপটপ (প্রায় ৪০ হাজার টাকা মূল্যের) প্রদান করেন। তাঁর প্রতি রইল আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং শুভ কামনা…।
সেই সাথে ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ প্রকাশনাকে’ সহযোগিতা প্রদানে গঠিত, তৎকালীন ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় পরিষদের’ (বর্তমানে বিলুপ্ত) সকল সম্মানিত সদস্যের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি…।