ঐতিহাসিক গৌড় নগরীর অংশবিশেষ, পদ্মা-মহানন্দা নদী বিধৌত, সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলার পার্শ্ববর্তী জাতীয় বৃক্ষ ‘আমগাছের’ সবুজে ঘেরা ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা। ব্রিটিশবিরোধী নীলবিদ্রোহ, তেভাগা আন্দোলন, গৌরবময় ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পটভূমি, ঐতিহ্যবাহী কাঁসা-পিতল, লাক্ষা-রেশম, নকশীকাঁথা শিল্প এবং জাতীয় পরিমন্ডলে স্বীকৃত আঞ্চলিক লোকজ-সংস্কৃতি গম্ভীরা, আলকাপ, কবিগানে সমৃদ্ধ এই জেলার রয়েছেন দেশে ও প্রবাসে স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বহু কৃতী, আলোকিত, গুণিজন…। দেশে ও প্রবাসে স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এমনই বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে বাংলাদেশের প্রথম কোন জেলাভিত্তিক গবেষণাধর্মী প্রকাশনা প্রকল্প ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’।
আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের প্রিয় ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ এখন আর শুধুমাত্র প্রকাশনা প্রকল্প নয়। ‘প্রকাশনা প্রকল্পটি’ বর্তমানে প্রাতিষ্ঠানিকভাবে ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনে’ রুপান্তরিত হয়েছে। ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ একটি ব্র্যান্ড, একটি নতুন ধারার প্রকাশনা এবং একটি নতুন ধারার প্রতিষ্ঠান। সামাজিক-সাংস্কৃতিক, গবেষণাধর্মী-সেবামূলক প্রতিষ্ঠান- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন’ (www.alokitochapainawabganjfoundation.com)। বৃহত্তর স্বার্থে, জনকল্যাণে জেলাভিত্তিক (বৃহত্তর রাজশাহী) ব্র্যান্ডিং কার্যক্রমসহ নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে, অফিসিয়ালী কার্যক্রম শুরু করেছে।
সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যকে সংরক্ষণের লক্ষ্যে এবং কৃতী, আলোকিত, গুণিজনসহ সকল বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানোর উদ্দেশ্যে ১৮০১-২০০০ খ্রিস্টাব্দ (দু’শো বছর) পর্যন্ত বিভিন্ন অবদান ও অর্জনের প্রেক্ষাপটে স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সরকারি-বেসরকারি পর্যায়ের উল্লেখযোগ্য পদমর্যাদাধারী বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী সংগ্রহ এবং গ্রন্থাকারে প্রকাশ করে মোড়ক উন্মোচনের মাধ্যমে সর্ব-সাধারণের জন্য উন্মুক্ত করার মহৎ উদ্দেশ্য নিয়ে ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ ২০১৩ সালে যাত্রা শুরু করে। পরবর্তীতে বাংলাদেশের প্রথম প্রকাশনা প্রকল্প www.alokito-chapainawabganj.com হিসেবে ২০১৪ সালে আত্মপ্রকাশ করে এবং প্রাতিষ্ঠানিকভাবে ২০১৮ সালে ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন’ www.alokitochapainawabganjfoundation.com রুপান্তরিত হয়।
ইতিমধ্যে দেশব্যাপি ব্যাপক প্রশংসিত এবং আলোচিত হয়েছে আপনাদের সৃজনশীল এই উদ্যোগ। সুতরাং সারা দেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ/বৃহত্তর রাজশাহীকে আদর্শ/মডেল জেলা হিসেবে উপস্থাপন করতে, ইতিবাচকভাবে আন্তরিক সহযোগিতা নিয়ে আমাদের পাশেই থাকুন…।