মোর্তজা রেজা চৌধুরী

উপমহাদেশের অবিভক্ত বাংলার প্রখ্যাত রাজনীতিক, সাবেক অর্থমন্ত্রী (তৎকালীন পাকিস্তান সরকার), বিশিষ্ট সমাজসেবী ‘মোর্তজা রেজা চৌধুরী’ ১৯০৪ সালে চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষার বিখ্যাত ‘চৌধুরী পরিবার-জমিদার বংশে’ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জোহাদ আহম্মদ চৌধুরী এবং মাতা সালেহা চৌধুরাণী। তৎকালীন রাজশাহী ও মালদহ জেলার (চাঁপাইনবাবগঞ্জ ও ভারতের কিছু অংশ) মুসলমানদের শিরোমণি ছিলেন মোর্তজা রেজা চৌধুরী। দীর্ঘদিন তিনি রাজশাহী জেলা মুসলিম লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ভারতের মুর্শিদাবাদ স্কুল বোর্ডের চেয়ারম্যান এবং তৎকালীন মালদহ লোকাল বোর্ডের সদস্য ছিলেন তিনি। সমাজসেবী ও শিক্ষাহিতৈষী মোর্তজা রেজা চৌধুরী শিবগঞ্জের মনাকষায় ‘হুমায়ুন রেজা হাই স্কুল’ প্রতিষ্ঠা করেন। শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জের বহু সমাজসেবা-জনহিতকর কাজ তাঁর হাত দিয়ে সম্পাদিত হয়েছে।
বর্ণাঢ্য ও সফল রাজনীতিক জীবনে মোর্তজা রেজা চৌধুরী অবিভক্ত বাংলায় (১৯৪৭ দেশবিভাগ পূর্ববর্তী সময়) বেশ কয়েকবার এম.এল.এ নির্বাচিত হন। পরবর্তীতে তৎকালীন পাকিস্তান সরকারের অর্থমন্ত্রী, Bengal Legislative Assembly & Constituent Aseembly of Pakistan এর সদস্য এবং কলকাতা ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী (বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি) হলেন তাঁর ছেলে এবং ছেলের বউ বাংলাদেশের প্রখ্যাত নারী গবেষক, এমেরিটর্স প্রফেসর ড.নাজমা চৌধুরী (১৯৯১ সালের তত্ত্বাবধায়ক সরাকরের অন্যতম উপদেষ্টা)। মোর্তজা রেজা চৌধুরীর আরেক কৃতি সন্তান হলেন বিশিষ্ট শিল্পপতি কাইয়ুম রেজা চৌধুরী। মোর্তজা রেজা চৌধুরীর স্ত্রীর নাম বেগম রোকেয়া চৌধুরী। প্রখ্যাত রাজনীতিক, সমাজসেবী ‘মোর্তজা রেজা চৌধুরী’ ১৯৫৮ সালে মৃত্যুবরণ করেন। { অসমাপ্ত…/ বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী) }