আমিনুল ইসলাম

খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, বিশিষ্ট সরকারি উর্দ্ধতন কর্মকর্তা- মো.আমিনুল ইসলাম ১৯৬৩ সালের ২৯ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকলীচর গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বেলায়েত আলী মন্ডল এবং মাতা সাজেনুর নেসা। মেধাবী ছাত্র আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের সুজন একাডেমী থেকে ১৯৭৮ সালে মানবিক শাখায় প্রথম বিভাগে এস.এস.সি, ১৯৮০ সালে রাজশাহী কলেজ থেকে রাজশাহী বোর্ডে মানবিক বিভাগে (৬ষ্ঠ স্থান) এইচ.এস.সি এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে সমাজকর্ম বিষয়ে কৃতিত্বের সঙ্গে অনার্সসহ এম.এ ডিগ্রী অর্জন করেন।
আমিনুল ইসলাম ৭ম বি.সি.এস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অধিকার করে ১৯৮৮ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকুরীতে যেগাদান করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
ছাত্রজীবন থেকেই বিশিষ্ট সাহিত্যিক ‘আমিনুল ইসলামের’ লেখালেখি শুরু। কবি-প্রাবন্ধিক হিসেবে আত্মপ্রকাশ ৯০ এর দশকে। তিনি লিটল ম্যাগাজিন ছাড়াও দেশের প্রায় প্রতিটি জাতীয় দৈনিক ও স্থানীয় পত্র-পত্রিকার সাহিত্যপাতায় কবিতা, প্রবন্ধ, ছড়া এবং সংগীত বিষয়ক গবেষণাধর্মী নিবন্ধ নিয়মিত লিখে আসছেন। চাঁপাইনবাবগঞ্জসহ বৃহত্তর বরেন্দ্রভূমির ইতিহাস, ঐতিহ্য ও জীবন নিবিড়
কাব্যিকতায় উপস্থাপন তাঁর কাব্যচর্চার একটি প্রধান ক্ষেত্র। ইতোমধ্যে তাঁর ৯টি কাব্যগ্রন্থ, ১টি প্রবন্ধগ্রন্থ এবং ২টি শিশুতোষ ছড়ার বই প্রকাশিত হয়েছে। তন্ত্র থেকে দূরে (কাব্য), মহানন্দা এক সোনালি নদীর নাম (কাব্য), শেষ হেমন্তেরজোছনা (কাব্য), কুয়াশার বর্ণমালা (কাব্য), স্বপ্নেরহালখাতা (কাব্য), বিশ্বায়ন বাংলা কবিতা ও অন্যান্য প্রবন্ধ, দাদুর বাড়ি(ছড়া), পথ ভেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি (কাব্য) প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য সৃষ্টিশীল গ্রন্থ। তাঁর প্রতিটি গ্রন্থই বোদ্ধামহল, সুধিজন কর্তৃক স্বীকৃত, প্রশংসিত। বাংলাদেশের কবিতা-প্রবন্ধে আমিনুল ইসলাম একটি মৌলিক কণ্ঠস্বর হিসেবে বিবেচিত।
রাজশাহী সাহিত্য পরিষদ সম্মাননা-২০০৪, বগুড়া লেখক চক্র স্বীকৃতি পুরস্কার-২০১০, জাতীয় পর্যায়ে শিশু কবি রকি সাহিত্য পুরস্কার-২০১১, জাতীয় সাহিত্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা থেকে ২০১২ সালে জাতীয় সাহিত্য পরিষদ পুরস্কারসহ বহু পুরস্কার-সম্মাননা অর্জন করেন খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, বিশিষ্ট উর্দ্ধতন সরকারি কর্মকর্তা- মো.আমিনুল ইসলাম। {অসমাপ্ত…/বিস্তারিত প্রকাশিতব্য মূল গ্রন্থ- ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ (চাঁপাইনবাবগঞ্জের দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষপ্তি জীবনী)}